Solution
Correct Answer: Option D
- দুই মহাদেশে অবস্থিত নগরী হচ্ছে তুরস্কের ইস্তানবুল।
- এই নগরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে পড়েছে।
- এর পুরাতন নাম কন্সটান্টিনোপল। এছাড়া এক সময় এটি বাইজান্টিয়াম নামেও পরিচিত ছিল।
- রোমান সম্রাট কনস্টানটাইন এখানে রোমান সাম্রাজ্যের রাজধানী স্থাপন করার পর এর নামকরণ করেন কনস্টান্টিনোপল।