Solution
Correct Answer: Option C
- চিলি দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে অবস্থিত একটি দেশ।
- এটি অ্যান্ডিজ পর্বতমালা দ্বারা পূর্বে এবং প্যাসিফিক মহাসাগর দ্বারা পশ্চিমে বেষ্টিত।
- চিলির উত্তরে পেরু, পূর্বে বলিভিয়া এবং দক্ষিণে আর্জেন্টিনার সাথে সীমান্ত রয়েছে।
- দেশের ভূপ্রকৃতির কারণে চিলি অত্যন্ত দীর্ঘ ও সংকীর্ণ, যা প্রায় ৪,৩০০ কিলোমিটার (২,৬০০ মাইল) লম্বা এবং গড়ে মাত্র ১৭৭ কিলোমিটার (১১০ মাইল) প্রশস্ত।