Solution
Correct Answer: Option B
জাতিসংঘের মহাসচিবদের নাম, দেশ ও সয়মকালঃ
১. ট্রিগভে লি - নরওয়ে (১৯৪৬-১৯৫২)
২. দাগ হেমারশোল্ড - সুইডেন (১৯৫৩-১৯৬১)
৩. উ থান্ট - মায়ানমার (১৯৬২-১৯৭১)
৪. কূর্ত ওয়াল্ডহেইম - অস্ট্রিয়া (১৯৭২-১৯৮১)
৫. জাভিয়ের পেরেজ দে কুয়েলার - পেরু (১৯৮২-১৯৯১)
৬. বুত্রোস বুত্রোস ঘালি - মিশর (১৯৯২-১৯৯৬)
৭. কফি আনান - ঘানা (১৯৯৭-২০০৬)
৮. বান কি মুন - দক্ষিণ কোরিয়া (২০০৭-২০১৬)
৯. অ্যান্টোনিও গুতেরেস - পর্তুগাল (২০১৭-বর্তমান)