বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে আবিষ্কার করেন?
Solution
Correct Answer: Option B
● বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা।
● মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ’ আবিষ্কার করেন।
● এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন।
● চর্যাপদের পদকর্তা: লুইপা, কাহ্নপা, আর্যদেবপা, কঙ্কণপা, কম্বলাম্বরপা, কুক্কুরীপা, গুণ্ডরীপা, চাটিলপা, জয়নন্দীপা, ঢেগুণপা, ডোম্বীপা, তান্তীপা, তাড়কপা, দারিকপা, ধর্ম্মপা, বিরূপা, বীণাপা, ভাদেপা, ভুসুকুপা, মহীণ্ডাপা, লাড়িডোম্বীপা, শবরপা, শান্তিপা, সরহপা।
● রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা।
● বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী।
● মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। ‘ভাগবত’ বাংলায় ‘শ্রীকৃষ্ণবিজয়’ (১৪৮০) নামে অনুবাদ করেন মালাধর বসু।
● চণ্ডীমঙ্গল কাব্যের ‘স্বভাব কবি' দ্বিজ মাধব।
● বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস।
● মৈথিল কোকিল নামে পরিচিত মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি।
● চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি জ্ঞানদাস।