"বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী" - চরণটি কার রচনা? 

A সৈয়দ মুর্তজা

B আব্দুল হাকিম

C মজনু শাহ

D মুহাম্মদ সগীর

Solution

Correct Answer: Option B

- আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার বাবুপুর মতান্তরে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- নূরনামা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
- বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তাঁর নূরনামা কাব্যে লিখেছিলেন। 

"যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী,

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।" 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions