Solution
Correct Answer: Option D
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু (১৯২২), দৈনিক নবযুগ (১৯২০), লাঙ্গল (১৯২৫) ।
অন্যদিকে,
- জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা - দিগদর্শন, সমাচার দর্পণ, ফ্রেন্ড অব ইন্ডিয়া ও গভর্নমেন্ট গেজেট।
- রামানন্দ চট্টোপাধায় প্রবাসী(১৯০১) পত্রিকার সম্পাদক ছিলেন।
- কালিকলম সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।