সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমনঃ
জলধিঃ 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
যোগরূঢ় শব্দ সমূহঃ
- পঙ্কজ,
- আদিত্য,
- মহাযাত্রা,
- জলধি,
- জলদ,
- রাজপুত,
- দশানন,
- বহুব্রীহি,
- গোঁফখেজুরে ইত্যাদি।