- বেগম সুফিয়া কামাল (২০ শে জুন, ১৯১১ - ২০শে নভেম্বর, ১৯৯৯) কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
- তাঁর পিতা সৈয়দ আবদুল বারি পেশায় ছিলেন উকিল।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)।