'পায়ের আওয়াজ পাওয়া যায়'- কার লেখা? 

A আব্দুল মান্নান সৈয়দ

B সৈয়দ শামসুল হক

C আবদুল্লাহ আল মামুন

D শওকত ওসমান

Solution

Correct Answer: Option B

- সৈয়দ শামসুল হক একজন বিখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী লেখক' বলা হয়।
- সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান।
- বাংলা একাডেমী পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।

- শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)
- এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিষ্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে।
- মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।

তাঁর রচিত অন্যান্য নাটক: 
- নূরলদীনের সারা জীবন (১৯৮২),
- ‘গণনায়ক’ (১৯৭৬),
- ‘এখানে এখন’ (১৯৮৮),
- ‘ঈর্ষা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions