Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষায় বিভক্তির প্রধান কাজ হল একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করা।
- এই সম্পর্ককেই কারক বলে। বিভিন্ন কারকের জন্য বিভিন্ন বিভক্তি ব্যবহার করা হয়।
- উদাহরণস্বরূপ, কর্তা কারকে "ই", কর্ম কারকে "কে", সম্বন্ধ কারকে "র" ইত্যাদি বিভক্তি ব্যবহৃত হয়।