দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
A সাতক্ষীরায়
B নোয়াখালী
C বরিশাল
D খুলনা
Solution
Correct Answer: Option A
- দক্ষিণ তালপট্টি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি দ্বীপ।
- এটি সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত।
- ভারতে এটি পূর্বাশা বা নিউমুর নামে পরিচিত।
- ২০১০ সালে এ দ্বীপটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়।