গৃহে বিদ্যুৎ সংযোগ দিতে লক্ষ রাখতে হয়-
A নিরাপত্তা ফিউজের সংযোগ কম গলনাংকের কোনো ধাতব তারে হয়
B সুইচের দিকে
C উন্নত মানের তারের দিকে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
- বিদ্যুৎ সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
- এর কাজ হল অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া এবং যন্ত্রপাতি ও ব্যক্তিদের বিপদ থেকে রক্ষা করা।
- ফিউজে সাধারণত কম গলনাংকের কোনো ধাতব তার ব্যবহার করা হয়।
- যখন বিদ্যুৎ প্রবাহ অতিরিক্ত বেড়ে যায়, তখন এই তারটি গলে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে আগুন লাগার মতো বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।