সবুজ উদ্ভিদ আলোক সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-
A কার্বন-মনো-অক্সাইড
B অক্সিজেন
C কার্বন-ডাই-অক্সাইড
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেশ ঘটে এবং গৃহীত কার্বন ডাই -অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালোকসংশ্লেষণ বলে।
- সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ।