Solution
Correct Answer: Option B
সূর্যরশ্মি আসলে আলোকরশ্মি, যা শূন্যে সর্বোচ্চ গতিতে ভ্রমণ করে। আলোর গতি হল:
- প্রায় ২৯৯,৭৯২,৪৫৮ মিটার প্রতি সেকেন্ডে বা প্রায় ১,০৭৯,২৫২,৮৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়
- এই গতি এত দ্রুত যে আলো পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে মাত্র ১.৩ সেকেন্ড সময় নেয়।
- আলোর এই গতি বিজ্ঞানে একটি ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়।
- আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, কোনো বস্তু বা তথ্য আলোর গতি অতিক্রম করতে পারে না।
- সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে।