যে সব বঙ্গেতে জনি হিংসে বঙ্গবাণী- সে সব কাহার জন্ম নির্ণয় জানি। -কার রচনা?

A আব্দুল হাকিম

B কাজী নজরুল

C মাইকেল মধুসূদন দত্ত

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- লাইনগুলো আবদুল হাকিম রচিত 'নুরনামা' কাব্যের অন্তর্গত ‘বঙ্গবাণী’ কবিতা থেকে নেয়া হয়েছে।
- আব্দুল হাকিম সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি।
- বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে আব্দুল হাকিম তাঁর "নূরনামা" কাব্যে লিখেছিলেনঃ

''যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।''

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions