'হুতোমী' গদ্যের লেখকের নাম- 

A মাইকেল মদুসূদন দত্ত

B কালী প্রসন্ন সিংহ

C শরৎচন্দ্র

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- ‘হুতোমী বাংলা’ হল কালীপ্রসন্ন সিংহ অনুসৃত রীতির ভাষা।
- কালীপ্রসন্ন সিংহ “হুতোম প্যাঁচার নকশা” যা প্রকাশিত হয় ১৮৬২ সালে, এইখানে অত্যন্ত বেদনার সঙ্গে সে যুগের সমাজজীবনের ক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন৷
- এছাড়াও তিনি বাংলা ভাষা অনুশীলনের জন্য 'বিদ্যোৎসাহিনী সভা', 'বিদ্যোৎসাহিনী পত্রিকা’, 'বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ' প্রতিষ্ঠা করেছিলেন।
- 'হুতোমী গদ্যের' লেখকের নাম কালী প্রসন্ন সিংহ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions