Solution
Correct Answer: Option D
- উক্তিটি হলো "আপন ভালো তো জগৎ ভালো," যার অর্থ হলো, আপনি নিজে ভালো হলে আপনার চারপাশের পৃথিবীও ভালো এবং সুন্দর মনে হবে।
- একজন মানুষ যদি নিজের আচরণ ও মনোভাব ভালো রাখে, তাহলে তার চোখে গোটা পৃথিবী সুখময় ও শান্তিময় হয়ে ওঠে।
- তাই এখানে "জগৎ" বসানোই সঠিক, কারণ এটি বোঝায় সমগ্র পৃথিবী বা সমাজের প্রেক্ষাপট।