তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্য রূপান্তর-
A তোমার বেড়ানো হলো
B তোমার বেড়ানো শেষ
C তোমা কর্তৃক বেড়ানো হলো
D তুমি বেড়িয়ে এলে
Solution
Correct Answer: Option A
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।
যেমন:
- এবার মাছ ধরা যাক
- তোমার বেড়ানো হলো
- কোথা থেকে আসা হচ্ছে?
উদাহরণগুলিতে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়েছে, যা ভাববাচ্যের মূল বৈশিষ্ট্য।