'লীলাবতী’ গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক?
A নাটক, দীনবন্ধু মিত্র
B কাব্যগ্রন্থ, গিরিশ চন্দ্র ঘোষ
C উপন্যাস, কালীপ্রসন্ন সিংহ
D রূপকথার গল্পসম্ভার
Solution
Correct Answer: Option A
● দীনবন্ধু মিত্রের রচিত সাহিত্যকর্ম :
➺ কাব্যগ্রন্থ : সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা
➺ প্রহসন : সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো।
➺ নাটক : নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কমলে কামিনী।
➺ গল্প : যমালয়ে জীবন্ত মানুষ ও পোড়া মহেশ্বর।
অতএব, নাটক, দীনবন্ধু মিত্র সঠিক।