A begger must not be a chosser- এ বাক্যের যথার্থ অনুবাদ-
A ভিক্ষার চাল মোটা
B ভিক্ষার চাল সরু
C ভিক্ষার চাল মোটা আর সরু
D ভিক্ষার চাল কাড়া আর আকাড়া
Solution
Correct Answer: Option D
- "A beggar must not be a chooser" এর যথার্থ অর্থ হলো, একজন ভিক্ষুকের পছন্দ করার অধিকার নেই বা তার যা দেওয়া হয়, তাই গ্রহণ করতে হয়।
- এই প্রবাদটি বোঝায় যে যিনি সাহায্যের ওপর নির্ভরশীল, তার চাহিদা বা পছন্দ নিয়ে কিছু বলার সুযোগ থাকে না।
বাক্যেটির সঠিক অনুবাদ: "ভিক্ষার চাল কাড়া আর আকাড়া"।