জাতিসংঘের কোন সহাসচিব বিমান দূর্ঘটনায় নিহত হয়েছিলেন?
A ট্রিগভেলি
B কুর্ট ওয়ার্ল্ডহেম
C দ্যাগ হ্যামারশোল্ড
D উথান্ট
Solution
Correct Answer: Option C
জাতিসংঘের মহাসচিবদের মধ্যে নোবেল পুরষ্কার পান- দ্যাগ হ্যামারশোল্ড ও কফি আনান। দ্যাগ হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় নিহত হন।