দাড়িগোফ গজায়-

A টেসটোস্টেরন হরমোনের জন্য

B প্রোজেসটেরন হরমোনের জন্য

C এস্ট্রোজেন হরমোনের জন্য

D ইনসুলিনের জন্য

Solution

Correct Answer: Option A

- এই হরমোন তৈরি হয় অণ্ডকোষে এবং এটাই পুরুষের যৌনক্ষমতা নিয়ন্ত্রণ করে।
- একজন পুরুষের শরীরে এই হরমোনের মাত্রা কমে যাওয়া বা তা তৈরি হওয়া একেবারেই বন্ধ হয়ে যাওয়াটা শারীরিক সমস্যা।
- এর ফলাফল শুধু যৌনক্ষমতা কমে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সঙ্গে আছে অবসাদ, চুল পড়ে যাওয়া, পেশির ঘনত্ব কমে যাওয়া, বদমেজাজ ইত্যাদি।
- পাশাপাশি পুরুষদের যৌনতা ও শারীরিক গড়নেও ক্ষতিকর প্রভাব ফেলে এই হরমোনের অভাব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions