চিন্তার সঙ্গে মস্তিস্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়-
A সেরিব্রাম
B সেরিবেলাম
C মেডুলা
D স্পাইনাল কর্ড
Solution
Correct Answer: Option A
-অগ্র মস্তিষ্কের একটি বৃহৎ অংশ হল সেরিব্রাম ।
-স্নায়ু উদ্দীপনা প্রেরণ এবং চিন্তার সঙ্গে এই মস্তিষ্কের সম্পর্ক থাকে ।
-অপরপক্ষে সেরিবেলামকে লঘু মস্তিষ্ক বলে।
-এটি দেহের ভারসাম্য ও পেশিটান নিয়ন্ত্রণ করে।
-মেডুলা হল - মস্তিষ্কের পেছনের অংশ ।
-স্পাইনাল মস্তিষ্কের একটি অংশ ।