ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ-
A ফ্যান বাতাসকে ঠান্ডা করে
B ঠান্ডা বাতাস তৈরি করে
C ঘাম কমিয়ে দেয়
D শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
Solution
Correct Answer: Option D
- আমাদের ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হয় যখন ফ্যানের বাতাস শরীরের উপর দিয়ে প্রবাহিত হয়। এই প্রক্রিয়ায় শরীর থেকে তাপ শোষণ করে নেয়, যা আমাদের ঠান্ডা অনুভব করায়।
- সুতরাং শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়া ঠান্ডা অনুভব করার কারণ।