'বাংলা সাহিত্যের কথা' গ্রন্থটি রচনা করেন-

A মুহম্মদ আব্দুল হাই

B ড. মুহম্মদ শহীদুল্লাহ

C সৈয়দ আলী আহসান

D কাজী মোতাহার হোসেন

Solution

Correct Answer: Option B

- ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (১৯৬৫)।
- এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- তাঁর রচিত ভাষা ও সাহিত্য বিষয়ক অন্যান্য গ্রন্থঃ ‘বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫), ‘ভাষা ও সাহিত্য' (১৯৩১), 'বাংলা সাহিত্যের কথা' (১৯৫৩, ১৯৬৫), ‘বাংলা ব্যাকরণ' (১৯৫৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions