Solution
Correct Answer: Option D
- মীর মশাররফ হোসেনের কর্মজীবননির্ভর আত্মজীবনীমূলক ব্যঙ্গ-রসাত্মক উপন্যাস হলো ‘গাজী মিয়ার বস্তানী' (১৮৯৯)।
- এই গ্রন্থে লেখক নিজেকে ভেড়াকান্ত হিসেবে গাজী মিয়ার ছদ্মনামে ত্রুটিবিচ্যুত সমাজকে উপস্থাপন করেছেন।
- তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলোঃ
- ‘রত্নবতী' (১৮৬৯),
- 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০),
- ‘রাজিয়া খাতুন' (১৮৯৯)।
মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনী:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।
প্রবন্ধ:
- গো-জীবন
- গোকুল নির্মূল আশঙ্কা
গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী
তাঁর রচিত প্রহসন:
- এর উপয় কি, ভাই ভাই এইতো চাই,
- ফাঁস কাগজ,
- বাঁধা খাতা।
নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ
- বেহুলা গীতাভিনয়