বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
Solution
Correct Answer: Option C
- বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৪৩ সালের দুর্ভিক্ষে ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন। এ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ পরান হারায় ।
- দুর্ভিক্ষের রেখাচিত্র নামে পরিচিত তার এর চিত্রকর্মে ফুটে উঠেছে শব - সদাগরদের নিষ্ঠুরতা ও নৈতিক কলুষতা , সে সাথে নিপীড়িতদের অমানবিক দুর্দশা , চিত্রকর্মগুলো জয়নুল আবেদিনকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয় ।