ইউরিয়া সারের প্রধান কাজ কি?
A গাছকে সবুজ ও সতেজ করা
B গাছের কাণ্ডকে শক্ত করা
C শাক-সবজির স্বাদ বৃদ্ধি করা
D গাছের পোক-মাকড় রোধ করা
Solution
Correct Answer: Option A
- ইউরিয়া সারের প্রধান কাজ হল গাছকে সবুজ ও সতেজ করা।
- ইউরিয়া সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- বাংলাদেশে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া প্রধান।
- নাইট্রোজেনজাতীয় সারের মধ্যে ইউরিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে।
- গৃহপালিত পশুর মূত্রে ইউরিয়া থাকে এবং মাটি এ উৎস থেকেও ইউরিয়া পায়।
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন প্রধানত লাভ করে।
- এই সারে ৪০-৪৭ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে।
- এ সার জমিতে প্রয়োগ করলে মাটিতে রাসায়নিক বিক্রিয়া ছাড়া অনেক ফসলই সরাসরি ইউরিয়া হিসেবে এটি পরিশোষণ করতে পারে।