সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল। এখানে সূর্য কোন ধরনের কর্তা?
A অসমান
B একক
C নিরপেক্ষ
D একক অসমান
Solution
Correct Answer: Option C
- শর্তাধীন না হয়েও সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে।
- সেক্ষেত্রে প্রথম কর্তৃপদকে বলা হয় নিরপেক্ষ কর্তা।
- উক্ত বাক্যে যাত্রীদল পথ চলা সাথে 'সূর্য' অস্ত যাওয়ার কোনো শর্ত বা সম্পর্ক নেই বলে 'সূর্য' এখানে নিরপেক্ষ কর্তা।