আবহাওয়ায় ৯০% আর্দ্রতা বলে কি বুঝায়? 

A বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%

B ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প

C বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%

D বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাত সময়ের ৯০%

Solution

Correct Answer: Option C

- কোনো এলাকার বায়ুমণ্ডলে প্রকৃতপক্ষে যতখানি জলীয় বাষ্প আছে এবং যতখানি জলীয় বাষ্প থাকতে পারে তার শতকরা অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা।
- আবহাওয়ায় ৯০% আর্দ্রতা বলতে বুঝায় বায়ু যতখানি জলীয় বাষ্প ধারন করতে পারে তার ৯০% জলীয় বাষ্প রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions