• বি-৫২ একটি বৃহদকার বোমারু বিমান । • বিমানটি ভেতরে ৮টি এবং ডানায় ২২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে পারে। • এটি শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে । • ব্যাপক আক্রমণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারী দেশ যুক্তরাষ্ট্র।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions