বিশেষণের অতিশায়নের উদাহরণ কোনটি?

A ধীরে ধীরে বাতাস বহে

B রকেট অতি দ্রুত চলে

C মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী

D নীল আকাশে নক্ষত্রমণ্ডলী মিটমিট করে

Solution

Correct Answer: Option B

• বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ের তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে।
• যেমন- 'এ মাটি সোনার বাড়া’ এখানে ষষ্ঠী বিভক্তি (সোনা+র = সোনার) যোগে গঠিত শব্দ দ্বারা মাটিকে সোনার চেয়ে বড় বা মূল্যবান মনে করা হয়েছে। তাই এটি বিশেষণের অতিশায়ন।
এরূপঃ
- যমুনা দীর্ঘ নদী,
- পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী;
- পদ্মফুল গোলাপের চেয়ে সুন্দর;
রকেট অতি দ্রুত চলে
- প্রভৃতি বিশেষণের অতিশায়নের উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions