১° দ্রাঘিমা অন্তরের জন্য সময়ের ব্যবধান কত মিনিট?
Solution
Correct Answer: Option C
- মূল মধ্যরেখা (Prime Meridian) হলো লন্ডনের গ্রীনিচ মানমন্দির বরাবর কল্পিত একটি দ্রাঘিমা রেখা।
- ১৮৮৪ সালে এই রেখাকে মূল মধ্যরেখা হিসেবে নির্ধারণ করা হয়, যার ভিত্তিতে পৃথিবীর অন্যান্য দ্রাঘিমা রেখার মান নির্ধারণ করা হয়, পূর্ব ও পশ্চিমে ভাগ করে।
গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
- গ্রীনিচ মানমন্দির বরাবর এই কল্পিত রেখার মান ০° হিসেবে ধরা হয়।
- প্রতিটি ১° দ্রাঘিমান্তর ৪ মিনিট সময়ের পার্থক্য হয়।
- গ্রীনিচের পূর্বদিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে দ্রুততর হয়।
- গ্রীনিচের পশ্চিমের স্থানের সময় গ্রীনিচের থেকে পিছিয়ে থাকে।