গর্জনশীল চল্লিশার অবস্থান কোনটি?
A ৪০° দক্ষিণ থেকে ৪৭° দক্ষিণ
B ৪০° উত্তর থেকে ৪৭° উত্তর
C ৩০° দক্ষিণ থেকে ৩৫° দক্ষিণ
D ৩০° উত্তর থেকে ৩৫° উত্তর
Solution
Correct Answer: Option A
দক্ষিণ গোলার্ধের ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এলাকায় প্রবাহিত শক্তিশালী বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। আবার ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এলাকাকেও গর্জনশীল চল্লিশা বা Roaring Forties বলে। সারা বছর ধরে পশ্চিম দিক থেকে প্রবল বায়ুপ্রবাহ এ এলাকার বৈশিষ্ট্য।