ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা অবস্থিত?
Solution
Correct Answer: Option C
- ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের ১০২ কিলোমিটার উত্তরে অজন্তা নামক স্থানে গুহাগুলো অবস্থিত।
- এর ঠিক ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ইলোরা গ্রামে ইলোরা গুহাচিত্রগুলো অবস্থিত।
- অজন্তায় প্রায় ৩০টি গুহামন্দির আছে। সবগুলো পাহাড় কেটে তৈরি করা বৌদ্ধ মন্দির এবং মঠ।
- গুয়াগুর্ণা নদীর উপত্যকার ২২ মিটার উঁচু গিরিসঙ্কটের অভ্যন্তরে গ্রানাইট পাথরের ফাঁপা প্রাকৃতিক গুহার মধ্যে এই মন্দিরগুলো নির্মিত হয়েছে।
- গুহাগুলো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে সপ্তম শতাব্দীর মধ্যে খনন করে বের করা হয়। মন্দিরগুলো আবার দুই শ্রেণির। যেমন চৈত্য এবং বিহার। চৈত্য হলো থাকার জায়গা বা বাসগৃহ। আর বিহার হলো মঠ।
- বড় বড় গুহার স্তম্ভগুলো ছাদ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। গুহার ভেতরের দেয়াল চিত্রে বুদ্ধের জীবনী এবং সংশ্লিষ্ট নানা কাহিনি অঙ্কিত আছে।
- তোমরা যদি সেখানে যাও তাহলে ১, ২, ১৬, ১৭ এবং ১৯ নম্বর গুহায় অসাধারণ কিছু চিত্র দেখতে পাবে। আবার ১, ৪, ২৪ এবং ২৬ নম্বর গুহায় গেলে দেখবে অপূর্ব সব স্থাপত্য শিল্পকর্মের নিদর্শন।