Solution
Correct Answer: Option B
যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদনা করা হয়, তাকে ক্রিয়াপদ বলে।
ক্রিয়াপদের উদাহরণ স্বরূপ বলা যায় -
- সুব্রত বই পড়ছে।
- সুব্রত আগামী দিনে ইউটিউব এ ক্লাস করাবেন।
ক্রিয়াপদের বৈশিষ্ট্য :-
- বাক্য গঠনের জন্য ক্রিয়াপদ খুবই অপরিহার্য।
- যে কোনো বাক্যে ক্রিয়াপদ অবশ্যই থাকবেই।
- ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে নিহিত বা অনুক্ত থাকতে পারে। একে অনুক্ত ক্রিয়াপদ বলে।
ক্রিয়াপদের গঠন :-
ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। আমরা জানি পড়া, খাওয়া, করা, যাওয়া এগুলো ক্রিয়াবাচক শব্দ।
যেমন - 'পড়া' ক্রিয়া শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় পড়+ 'আ' এখানে পড়’ হলো মূল অংশ বা ধাতু' আর 'আ' হলো বিভক্তি। অর্থাৎ ক্রিয়াপদের দুটি অংশ ধাতু ও বিভক্তি।