বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?

A শ্ৰীকান্ত

B ইন্দ্রনাথ

C অপু

D কেষ্ট

Solution

Correct Answer: Option B

শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাসের প্রথম খণ্ডের সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় চরিত্র 'ইন্দ্রনাথ' । ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র । 
- শরৎচন্দ্রের 'মেজদিদি' উপন্যাসের চরিত্র- কেষ্ট । 
- রবীন্দ্রনাথের 'ডাকঘর' নাটকের চরিত্র- অমল, 
- হৈমন্তী গল্পের নায়ক- অপু ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions