কোনো সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?
A ৬০°
B ৯০°
C ১২০°
D ১৮০°
Solution
Correct Answer: Option A
ষড়ভুজের বাহুর সংখ্যা ৬ টি
মোট অন্তস্থকোণের পরিমাণ = (৬ - ২) ১৮০°
= ৪ × ১৮০°
= ৭২০°
প্রতি অন্তস্থকোণের পরিমাণ = ৭২০/৬ = ১২০°
∴ বহিঃস্থ কোণের পরিমাণ = ১৮০° - ১২০°
= ৬০°