কোন উদ্ভিদ দলের মূল, কাণ্ড ও পাতা নেই, তবে ক্লোরোফিল আছে?

A ব্রায়োফাইটা

B টেরিডোফাইটা

C শৈবাল

D ছত্রাক

Solution

Correct Answer: Option C

শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব, যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। এরা বাতাসের নাইট্রোজেন গ্যাস সংবন্ধন করতে সক্ষম। এরা সবাত শ্বসন পদ্ধতিতে খাদ্যবস্তুর জারণ ঘটায়।

আরো কিছু গুরুত্তপুর্ণ প্রশ্নঃ
– সবচেয়ে বড় ঘাস বাঁশ।
– ফল পাকানোর হরমোন হলো ইথিলিন ৷
– শস্যের প্রথম কোষটি ট্রিপ্লয়েড।
– ছত্রাকের কোষ প্রাচীর তৈরি কাইটিন দিয়ে।
– অন্ধকারে অঙ্কুরিত হয় গাঁদাফুল।
– সর্বাপেক্ষা বৃহৎ মুকুল বাঁধাকপি ।
– সর্বাপেক্ষা ক্ষুদ্রমুকুল ভ্রূণ মুকুল।
– ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী এস্টার।
– Flora বলা হয় উদ্ভিদকুলকে।
– একটি আদর্শ পাতার অংশ থাকে তিনটি। যথা : পত্রমূল, পত্রবৃত্ত ও পত্রফলক।
– একটি সম্পূর্ণ ফুলের অংশ পাঁচটি। যথা : পুষ্পপত্রাধার, বৃতি, দলমণ্ডল, স্ত্রীকেশর, পুংকেশর।
– বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম বৈলাম।
– উদ্ভিদের বায়বীয় অংশ হতে পানি হারানোর জন্য দায়ী প্রস্বেদন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions