শব্দের গতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাত তালি দিলে কত সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শোনা যাবে?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
সমুদ্রের গভীরতা, d = V x (t/2)
∴ t = 2d/V
= (2 x 27.5)/330
= 0.16666667
= 1/6
অতএব, প্রতিধ্বনি শোনা যাবে 1/6 সেকেন্ড পর।