পৃথিবীর কোন কিছুকে তাঁর কেন্দ্রের দিকে আকর্ষণ করাকে অভিকর্ষ বলে। এই
আকর্ষন বলের কারনেই বায়ুমন্ডল মহাশূন্যে হারিয়ে যেতে পারে না।
পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণন এর গতিকে বলা হয় আহ্নিক গতি।
এর ফলে দিন ও রাত পর্যায়ক্রমে আবর্তন করে। তাই একে দৈনিক গতিও বলা হয়।
পৃথিবীর সূর্যের চারপাশে ঘূর্ণনের গতিকে বলা হয় বার্ষিক গতি। এর ফলে বছর পরিবর্তন
হয়। বার্ষিক গতির ফলে ঋতু, দিন ও রাতের দৈর্ঘের মধ্যেও পার্থক্য দেখা যায়।