জাতিসংঘের কোন মহাসচিব প্লেন দুর্ঘটনায় নিহত হন?
A ট্রিগভেলী
B উ থান্ট
C দ্যাগ হ্যামারশোল্ড
D কুর্ট ওয়াল্ডক্ষে
Solution
Correct Answer: Option C
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।