‘রূপ জালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেন?
A বেগম রোকেয়া
B নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী
C নুরুন্নেসা খাতুন
D আবুল ফজল
Solution
Correct Answer: Option B
- রূপজালাল নওয়াব ফয়জুননেসা (১৮৩৪-১৯০৩)-র গদ্য ও পদ্য ছন্দে রচিত (১৮৩৪-১৯০৩) আত্মজীবনী ও কল্পকাহিনীমূলক একটি গ্রন্থ।
- এটি ১৮৭৬ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- এটি সম্ভবত বাংলার একজন মুসলিম মহিলা কর্তৃক প্রথম রচিত একটি পূর্ণাঙ্গ সাহিত্যকর্ম।
- লাকসামে ১৮৩৪ সালে জন্ম গ্রহন করেন নবাব ফয়জুন্নেছা চৌধুরানী।
- বেগম রোকেয়ার জন্মের ৭ বছর আগে ১৮৭৬ সালে তিনি ‘রূপ জালাল’ কাব্যগ্রন্থ রচনা করে সে সময় বেশ সাড়াজাগান।
- এছাড়াও নবাব ফয়জুন্নেছা সংগীতলহরী ও সংগীত সার নামে আরও ২টি গ্রন্থরচনা করেন।
- উপমহাদেশের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী নারী জগতের উজ্বল নক্ষত্র।