-
পুনর্ভবা, নাগর ও টাঙ্গন নদী
মহানন্দার উপনদী।
- অন্যদিকে ভৈরব, কুমার ও বড়াল নদী পদ্মার শাখা নদী।
- মহানন্দা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।
- নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৫।
- করতোয়া ও আত্রাই নদী হলো যমুনার উপনদী।
- ধলেশ্বরী নদী হলো যমুনার শাখা নদী।