বাংলার রাজধানী ঢাকা থেকে কে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
A সুবেদার ইসলাম খান
B নবাব মুর্শিদ কুলি খাঁ
C নবাব শায়েস্তা খাঁ
D নবাব সিরাজউদৌলা
Solution
Correct Answer: Option B
- ১৬১০ সালে সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর।
- এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান।
- কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল।
- ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে আবার স্থানান্তর করেন।
- মুর্শিদকুলি খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন।