কোন দুইটি তারিখে দিন-রাত্রি সমান হয়?

A ২৩ শে সেপ্টেম্বর ও ২১ মার্চ

B ২১শে জুন ও ২১ শে ডিসেম্বর

C ২২শে ডিসেম্বর ও ২১ মার্চ

D ২১শে জুন ও ২৩ সেপ্টেম্বর

Solution

Correct Answer: Option A

পৃথিবী তার নিজ কক্ষপথে চলতে চলতে ২৩ সেপ্টেম্বর তারিখে এমন এক অবস্থানে এসে পৌছায় যখন সূর্য পৃথিবীর উভয় মেরু হতে সমান দূরত্বে থাকে  । ঐ দিন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে এবং কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় ৬৬.৫দ্ম কোণে পতিত হয় ।উত্তর গোলার্ধে ২১ মার্চ বসন্তকালের মাঝামাঝি এবং ২৩ সেপ্টেম্বর শরৎকালের মাঝামাঝি অবস্থা বিরাজ করে ।তাই ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দিবা রাত্রি সমান হয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions