একটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে ৪৫০ ঘুরে। চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?
Solution
Correct Answer: Option B
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড
চাকাটি ১ সেকেন্ডে ঘোরে = ৪৫০°
.: ৬০ ,, ,, = ৪৫০° x ৬০°
= ২৭০০০°
আবার, ৩৬০° যায় ১ বার ঘুরে
১ ,, ৩৬০°/১ ,,
.:২৭০০০° ,,১ × ২৭০০০°/৩৬০ = ৭৫ বার ঘুরে