বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার (১৯.০৪.২০১৭) (97 টি প্রশ্ন )

-দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, কোরিয়া জাপানের একটি উপনিবেশ ছিল। ১৯১০ সালে, জাপান কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে একটি উপনিবেশে পরিণত করে।
-দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোরিয়া জাপানের একটি সামরিক প্রশাসনের অধীনে ছিল।
-১৯৪৫ সালে, জাপান যুদ্ধে পরাজিত হয় এবং কোরিয়াকে স্বাধীনতা প্রদান করে।
UNEP (United Nations Environment Programme) এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। 
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। 
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। 
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।

সুন্দরবনকে স্পর্শ করেছে- ৫টি জেলা (বাগেরহাট,সাতক্ষীরা,খুলনা, বরগুনা, পটুয়া খালী ( টেকনিক >> সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। ))
১. মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার ২. রেশম চাষ বিদ্যা- সেরিকালচার ৩. ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার ৪. চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার ৫. মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার ৬. মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার ৭. পাখি পালন বিদ্যা- এভিকালচার ।
ওয়াটারলু হলো বেলজিয়ামের একটি গ্রাম। ১৮ জুন ১৮১৫ খিস্টাব্দে ব্রিটেনে ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়,যা ওয়াটারলু নামে পরিচিত।এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

নমপেন কম্বোডিয়ার রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর কম্বোডিয়া ফরাসি উপনিবেশকরণএর পর থেকে নমপেন জাতীয় রাজধানী হয়ে উঠে এবং দেশটির অরথনৈতিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে।
কম্পিউটারের মেমোরি পরিমাপের এককঃ
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)
ইউটিলিটি প্রোগাম একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কাজকে আরো সহজ করে দেয় এবং ব্যাবহারকারীর সাথে একটি সমন্বয় তৈরি করে।






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন ।

-সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ।
-বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কি.মি.।
-সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশের ৫টি জেলায়(খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা) অবস্থিত।
-সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ ‘রামসার সাইট’ এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করে।
কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গণে অবস্থিত। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ খ্রিষ্টাব্দে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। এর নকশা করেছিলেন ভাস্কর হামিদুর রহমান।
বাংলাদেশে বসবাসকারী ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে। হাজংদের বসবাস হলো- ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং সুনামগঞ্জ এলাকা জুড়ে। এরা সনাতন ধর্মাবলম্বী এবং এদের মধ্যে বিবাহবিচ্ছেদ, বহুবিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে।
দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে ৯ নং সেক্টর গঠিত হয়। এই সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল, পরবর্তীতে কমান্ডার হন জয়নুল আবেদীন।
বাংলাদেশের সংবিধানের মোট ১১টি ভাগ রয়েছে । এর মধ্যে পঞ্ছম ভাগে আইনসভা ( অনুচ্ছেদ ৬৫ - ৯৩ ) মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে । এ সংবিধানের পঞ্চম ভাগের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন ।

ধরি, উচ্চতা h মিটার 

 tan 60^o = h/10 

=> √3 = h/10 

     h = 10√3 = 17.32 

 অর্থাৎ গাছটির উচ্চতা 17.32 মিটার । 


সামান্তরিকের বৈশিষ্ট্য

  • সামান্তরিকের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা ৩৬০
  • সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০
  • সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান।
  • সামান্তরিকের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।
  • সামান্তরিকের ক্ষেত্রফল এর যে কোন কর্ণদ্বারা গঠিত ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান।
  • সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান।
  • সামান্তরিকের কর্ণদ্বয় সবসময়ই সামান্তরিকের অভ্যন্তরে অবস্থান করে।
  • সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল।
  • সামান্তরিকের কর্ণদ্বারা সামান্তরিকটি দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়।
  • সামান্তরিকের একটি কর্ণ এর অপর কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়।
  • সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি সমান।
  • সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকটিকে চারটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে।
  • সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি aa এবং bb হলে পরিসীমা =2(a+b)=2(a+b).
  • সামান্তরিকের বাহুচারটির উপর অন্তঃস্থ বা বহিঃস্থভাবে অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর কেন্দ্র হবে কোন একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু।
  • সামান্তরিকের ক্ষেত্রফল =(=( ভূমি ×× উচ্চতা )) বর্গ একক

ধরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য a সে. মি. 

ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 × a × a = 1/2 a^2 বর্গ সে.মি. 

আবার, a^2 + a^2 = 10^2 

      বা, 2a^2 = 100 

      বা, a^2 = 50 

   ক্ষেত্রফল = 1/2 × 50 বর্গ সে.মি. = 25 বর্গ সেমি. 


পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুইবাহুর বর্গের সমষ্টির সমান । আবার যেকোনো দুইবাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় । সে হিসাবে 12 + 5 > 13 এবং 13^2 = 12^2 + 5^2; তাই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত = 13:12:5 


ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণো বা ১৮০^o  । সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ । সুতরাং বাকি দুটি কোণের সমষ্টি ১ সমকোণ । অর্থাৎ বাকি দুটি কোণ 90^o  অপেক্ষা ছোটো বা সূক্ষ্মকোণ । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

log⌄(√3)^81 

= log⌄(√3)^3^4  = log⌄(√3)^√3^8 = 8 log⌄(√3)^√3 = 8  


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0