‘রাজা যায় রাজা আসে’- কাব্য গ্রস্থ্যের রচয়িতা-
Solution
Correct Answer: Option C
আবুল হাসান (১৯৪৭-১৯৭৫) বাংলাদেশের একজন প্রখ্যাত কবি ও সাংবাদিক। গোপালগঞ্জে জন্মগ্রহণ করলেও তাঁর পৈতৃক নিবাস ছিল পিরোজপুরের নাজিরপুরে। তাঁর সাহিত্যিক প্রতিভা কবিতা ও গল্প উভয় ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে।
সাহিত্যকর্ম:
১. কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে
- যে তুমি হরণ করো
- পৃথক পালঙ্ক
২. গল্প সংকলন:
- আবুল হাসান গল্প সংগ্রহ
৩. কাব্যনাট্য:
- ওরা কয়েকজন (মৃত্যুর পর ১৯৮৮ সালে প্রকাশিত)
মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করলেও, তাঁর সৃষ্টিশীল রচনাগুলি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।