Solution
Correct Answer: Option D
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ‘ঝরাপালক' (১৯২৭), 'মহাপৃথিবী' (১৯৪৪), 'সাতটি তারার তিমির' (১৯৪৮), 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬), ‘বনলতা সেন' (১৯৪২), 'রূপসী বাংলা' (১৯৫৭), ‘বেলা অবেলা কালবেলা' (১৯৬১)।
- 'বেলা শেষের গান' হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ।