কোনটি জীবনানন্দ দাশের কাব্য গ্রন্থ নয়?

A ধূসর পান্ডুলিপি

B ঝরা পালক

C মহা পৃথিবী

D বেলা শেষের গান

Solution

Correct Answer: Option D

- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ‘ঝরাপালক' (১৯২৭), 'মহাপৃথিবী' (১৯৪৪), 'সাতটি তারার তিমির' (১৯৪৮), 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬), ‘বনলতা সেন' (১৯৪২), 'রূপসী বাংলা' (১৯৫৭), ‘বেলা অবেলা কালবেলা' (১৯৬১)।
- 'বেলা শেষের গান' হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions